বাংলাদেশ-পাকিস্তান থেকে সবকিছু নকল করে মমতা : শুভেন্দু

Follow Us

Follow Us

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানকে নকল করে সব কিছু করে। ‘জয় বাংলা’ স্লোগানটিও তার মধ্যেই পরে।’ চোখের অসুখ ‘জয় বাংলা’ এবং তৃণমূলের ‘জয় বাংলা’ স্লোগান প্রসঙ্গে রাজ্যটির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কটাক্ষ করেন।

রবিবার সন্ধ্যায় শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন একটি প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, ‘এটা বাংলাদেশের স্লোগান। সেখানকার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সদস্যরা সমস্ত সরকারি এবং রাজনৈতিক অনুষ্ঠানে এই স্লোগান দেন। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসও সাধারণত তাদের সবকিছুই পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানকে নকল করেই করে। এই স্লোগানটিও তার মধ্যেই পড়ে।’

গত একুশে জুলাই কলকাতা ধর্মতলা অনুষ্ঠিত শহীদ দিবসের মঞ্চ থেকেও মমতা এই স্লোগান তোলেন। আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে হারানোর ডাক দিয়ে মমতাকে বলতে শোনা যায়, ‘আমাদের একটাই চাওয়া তাহলে ‘ইন্ডিয়া’ জিতুক, ‘বিজেপি’ হারুক। আমাদের অন্য কোনো স্লোগান নেই। ২০২৪ সালের নির্বাচনে ‘জয় বাংলা’র পাশাপাশি ‘জয় ইন্ডিয়া’ স্লোগান দেওয়া হবে।’

কয়েক মাস আগে রাজভবনের একটি অনুষ্ঠানেও রাজ্যপাল সিভি আনন্দ বোসের গলাতেও ‘জয় বাংলা’ স্লোগান উঠেছিল। তা নিয়েও নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন শুভেন্দু। সে সময় বিষয়টি নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির কাছে ধাক্কা খাওয়ার পর থেকেই রাজ্যটির মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির মুখে এই স্লোগান শোনা যায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও বিভিন্ন নির্বাচনী প্রচারণা থেকে মমতাসহ তৃণমূল কংগ্রেসের নেতাদের গলাতে উঠে এসেছিল ‘জয় বাংলা’ স্লোগান।

সমস্ত খবরের সাথে আপডেট থাকতে গ্রুপ এ যোগ দিন

Facebook
Telegram
WhatsApp