যে খবরে ২০০ বিলিয়ন ডলার খোয়াল অ্যাপল পড়ুন !

Follow Us

Follow Us

চীন সরকারি কর্মকর্তাদের আইফোন ব্যবহার নিষিদ্ধ করেছে। এমন খবর ছড়িয়ে পড়তেই দ্বিতীয় দিনের মতো কমেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের শেয়ারের দাম।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গেল দুই দিনে শেয়ার বাজারে অ্যাপলের দাম কমেছে ছয় শতাংশের বেশি বা প্রায় ২০০ বিলিয়ন ডলার।

ক্রেতার বিচারে অ্যাপলের তৃতীয় ‍বৃহত্তম বাজার চীন। অ্যাপলের মোট রাজস্বের ১৮ শতাংশ আসে চীন থেকে।

এমনকি অ্যাপলের অন্যতম সরবরাহকারী প্রতিষ্ঠান ফক্সকনের পণ্যও উৎপাদন করা হয় চীনেই। বুধবার মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, চীনে সরকারি প্রতিষ্ঠান ও কাজে আইফোনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সেই খবরেই ভাটা পড়ে অ্যাপলের শেয়ার বাজারে।

 

যদিও সেই প্রতিবেদনে আরো বলা হয়, কেবল আইফোন নয় সরকারি অফিস বা কাজে কোনোভাবেই বিদেশি ফোন ব্যহার করা যাবে না। তথ্য ফাঁস ও সাইবার নিরাপত্তার স্বার্থেই এই উদ্যোগ নিয়েছে চীন।

সূত্র: বিবিসি

সমস্ত খবরের সাথে আপডেট থাকতে গ্রুপ এ যোগ দিন

Facebook
Telegram
WhatsApp