এই উপসর্গ গুলো দেখলেই ডেঙ্গি টেস্ট করান, নির্দেশিকায় জানাল স্বাস্থ্যভবন |

Follow Us

Follow Us

বৃষ্টির মরশুমে প্রকোপ বেড়েছে ডেঙ্গির। গত কয়েকদিনে একাধির মৃত্যুর ঘটনাও ঘটেছে রাজ্যে। পরিস্থিতি সামাল দিতে দফায় দফায় বসছে বৈঠক। বৃহস্পতিবারই নবান্নে বৈঠক হয়েছে এ বিষয়। এদিনই হাসপাতালগুলি ও চিকিৎসকদের জন্য বিশেষ গাইডলাইন প্রকাশ করেছে স্বাস্থ্য ভবন।

স্বাস্থ্যভবনের তরফে জারি করা নয়া নির্দেশিকায় সুনির্দিষ্ট করে বলা হয়েছে, কোন কোন উপসর্গ দেখে ডেঙ্গির টেস্ট করাতে হবে।

কোন কোন উপসর্গ দেখলেই ডেঙ্গির টেস্ট:
১) ২-৭ দিনের জ্বর

২) সঙ্গে মাথার যন্ত্রণা

৩) গায়ে হাতে পায়ে ব্যথা

৪) অসম্ভব দুর্বলতা

৫) শরীরে লাল Rash

৬) অক্ষিকোটরে যন্ত্রণা 

৭) শরীরের কোনও অংশে রক্তক্ষরণ

উপরের উপসর্গগুলো দেখতে পাওয়া গেলে অবিলম্বে ডেঙ্গি টেস্ট করাত হবে। একইসঙ্গে যদি কোনও রোগীর জ্বরের সঙ্গেই ভাইটাল অর্গ্যানে কোনও সমস্যা দেখা দেয়, তাহলে তাঁকেও অবিলম্বে ডেঙ্গি টেস্ট করতে হবে। পাশাপাশি, নির্দেশিকায় আরও বলা হয়েছে যদি দুদিনের বেশি ধূম জ্বর থাকে, সেক্ষেত্রে উপরের উপসর্গ না থাকলেও, যদি ম্যালেরিয়া এবং অন্যান্য সমস্যা রুল আউট করা হয়ে গিয়ে থাকে তাহলেও অবশ্য ডেঙ্গির টেস্ট করাতে হবে।

আর যদি রোগীর জ্বর আসার অন্য কোনও নিশ্চিত কারণ না থাকে, তাহলে সব জ্বরের রোগীকেই ম্যালেরিয়া টেস্ট করাতে হবে। যেখানে ল্যাব টেকনিশিয়ান আছেন, সেখানে মাইক্রোস্কপি টেস্ট করাতে হবে। আর যদি ল্যাব টেকনিশিয়ান না থাকেন বা আপৎকালীন পরিস্থিতি হয়, সে ক্ষেত্রে Rapid ডায়গনস্টিক কিট ব্যবহার করা যেতে পারে।

সমস্ত খবরের সাথে আপডেট থাকতে গ্রুপ এ যোগ দিন

Facebook
Telegram
WhatsApp