এবার আইফোনের আসন্ন সিরিজ ইউএসবি টাইপ-সি চার্জ পয়েন্ট নিয়ে আসছে এমনটা প্রায় নিশ্চিত। ১২ সেপ্টেম্বর আইফোনের ১৫ সিরিজ প্রকাশ্যে আনার কথা রয়েছে। অ্যাপল বর্তমানে নিজস্ব অ্যাডাপ্টর ও চার্জার ব্যবহার করে।
তবে ইউরোপীয় ইউনিয়নের আইনের কারণে সব ফোন কোম্পানিকে ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে একই চার্জার ব্যবহার করতে হবে। গ্রাহকদের অর্থ ও ব্যয় কমাতে ইইউ এই উদ্যোগ নিয়েছে।
ফলে অ্যাপলের সব ধরনের ডিভাইসেই টাইপ সি পোর্ট ব্যবহার শুরু করেছে। তবে মার্কিন এই টেক জায়ান্ট ইউরোপীয় ইউনিয়নের এমন সিদ্ধান্তের বিপক্ষেও আবেদন জানিয়েছে।