EEUR এক চার্জার নীতিতে আটকাল অ্যাপল, আসছে টাইপ-সি!

Follow Us

Follow Us

এবার আইফোনের আসন্ন সিরিজ ইউএসবি টাইপ-সি চার্জ পয়েন্ট নিয়ে আসছে এমনটা প্রায় নিশ্চিত। ১২ সেপ্টেম্বর আইফোনের ১৫ সিরিজ প্রকাশ্যে আনার কথা রয়েছে। অ্যাপল বর্তমানে নিজস্ব অ্যাডাপ্টর ও চার্জার ব্যবহার করে।

তবে ইউরোপীয় ইউনিয়নের আইনের কারণে সব ফোন কোম্পানিকে ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে একই চার্জার ব্যবহার করতে হবে। গ্রাহকদের অর্থ ও ব্যয় কমাতে ইইউ এই উদ্যোগ নিয়েছে।

ফলে অ্যাপলের সব ধরনের ডিভাইসেই টাইপ সি পোর্ট ব্যবহার শুরু করেছে। তবে মার্কিন এই টেক জায়ান্ট ইউরোপীয় ইউনিয়নের এমন সিদ্ধান্তের বিপক্ষেও আবেদন জানিয়েছে।

সমস্ত খবরের সাথে আপডেট থাকতে গ্রুপ এ যোগ দিন

Facebook
Telegram
WhatsApp