ভারত-শ্রীলঙ্কা মুখোমুখি, পরিসংখ্যান কী বলছে?

Follow Us

Follow Us

টানা তৃতীয় দিনের মতো খেলতে নামতে হচ্ছে ভারতকে। বৃষ্টির কারণে পাকিস্তানের সঙ্গে খেলতে হয়েছে টানা দুইদিন। ক্লান্তি নিয়ে আজ মঙ্গলবার খেলতে হবে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। এশিয়া কাপ সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে রোহিত শর্মা-বিরাট কোহলিরা।

বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। তবে আজও বৃষ্টির সম্ভাবনা আছে। যদিও এই ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। তবে খেলাটি বৃষ্টিতে ভেসে গেলে পয়েন্ট ভাগাভাগি হবে।

ভারত-পাকিস্তান ম্যাচ ছিল ১০ সেপ্টেম্বর। ওইদিন বৃষ্টির কারণে ২৪.১ ওভার ব্যাটিং করে খেলা গড়ায় রিজার্ভ ডে’তে। পরের দিন বাকি ২৫.৫ ওভার খেলে ৩৫৬ রানের বিশাল স্কোর করে ভারত। জবাবে ১২৮ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ভারত জিতে যায় ২২৮ রানে।

এদিকে বাংলাদেশকে হারিয়ে দাসুন শানাকার দলটিও সুপার ফোরের যাত্রা শুরু করেছিল। এ নিয়ে টানা ১৩ ওয়ানডেতে জয় পেয়েছে লঙ্কানরা। তবে মুখোমুখি লড়াইয়ে কাগজে-কলমে এগিয়ে আছে ভারত।

এখন পর্যন্ত দুদল মোট ১৬৫টি ম্যাচ খেলেছে। যেখানে ভারতের ৯৬টি জয়ের বিপরীতে শ্রীলঙ্কার জয় ৫৭টি ম্যাচে। এ ছাড়া তাদের ১১টি ম্যাচে আসেনি কোনো ফল আসেনি। একটি ম্যাচ টাই হয়েছে।

তবে ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে অবশ্য এগিয়ে আছে লঙ্কানরাই। ঘরের মাটিতে তারা ভারতকে ২৮ ম্যাচে হারিয়েছে। যেখানে ভারতের জয় ১২টিতে। সর্বশেষ ২০২২ এশিয়া কাপ আসরে সুপার ফোরে ভারতকে হারিয়েছিল শ্রীলঙ্কা। এরপর লঙ্কানরা টুর্নামেন্টটির শিরোপাও জিতে নিয়েছিল।

সমস্ত খবরের সাথে আপডেট থাকতে গ্রুপ এ যোগ দিন

Facebook
Telegram
WhatsApp