দীঘা, পুরি বা মন্দারমনি নয়, একদম সামান্য খরচে লোকাল ট্রেনেই  ঘুরেতে পারেন কলকাতার কাছের সমুদ্র সৈকত থেকে।

Follow Us

Follow Us

দীঘা, পুরি বা মন্দারমনি নয়, একদম সামান্য খরচে লোকাল ট্রেনেই এক দুদিনেই ঘুরে আসতে পারেন কলকাতার কাছের কিছু সমুদ্র সৈকত থেকে। যেখানে রয়েছে খুবই সুন্দর মনোরম পরিবেশ ও একদমই পরিস্কার সী বিচ । নেই বেশি লোকজনের ভিড়। সাথে থাকবে সুস্বাদু খাবার দাবারও। কোথায় রয়েছে এই বিচ (Sea Beach Vacation)?

সমুদ্র সৈকতের কথা বললেই বাঙালির প্রথমেই মাথায় আসে দীঘা বা পুরির কথা। এগুলি ছাড়াও আরও অনেক সমুদ্র সৈকত রয়েছে পশ্চিমবঙ্গেই। যেগুলির খোঁজ হয়তো জানেন না অনেকেই। কলকাতা থেকে কিছু দূরেই রয়েছে এমন কিছু সী বিচ। সেগুলি কিভাবে যাবেন, কোথায় নামতে হবে, থাকার বন্দোবস্ত ও খাবার-দাবার ব্যবস্থার কথাও জেনে রাখুন সবিস্তারে (Sea Beach Vacation)

জী প্লট

  • দক্ষিণ ২৪ পরগনা জেলার একটি নির্জন সমুদ্র সৈকত হল জী প্লট। যার ওপর নাম গোবরধনপুর। একদিকে সুন্দরবনের গভীর জঙ্গল ওপর দিকেই রয়েছে এই নির্জন সমুদ্র। এখানে খুব বেশি পর্যটক না আসায় যে কেউ আসায় ভিড় খুবই কম থাকে। তাই চাইলেই একা একাই ঘিরে দেখতে পারবেন সব কিছুই।
  • এখানে যেতে হলে প্রথমেই শিয়ালদা থেকে ট্রেনে করে যেতে হবে কাকদ্বীপ। তারপর সেখান থেকে লঞ্চে করে
  • পাথরপ্রতিমা হয়ে পৌঁছে যাবেন গোবরধনপুরে। নির্জন এই সমুদ্র সৈকতে ঘুরে আসতে পারেন সহজেই।

দুবলাগারি সমুদ্র সৈকত

  • যাঁরা শান্ত ও মনোরম সমুদ্র সৈকত পছন্দ করেন তাঁদের জন্য আদর্শ একটি সৈকত হল দুবলাগারি সমুদ্র সৈকত। লোকজনের ভিরভাট্টা ছাড়াই মনোরম পরিবেশ রয়েছে সেখানে। কলকাতা থেকে মাত্র ৪ঘণ্টা৫ঘণ্টার দুরত্বেই রয়েছে সৈকতটি। সৈকতের বেশ কিছুটা দূরেই রয়েছে ঝাউ বাগান।
  • দুবলাগারি আসতে হলে ট্রেনের শিয়ালদা থেকে আসে নামতে হবে বালাসোর। সেখান থেকে গাড়ি ভাড়া করে যেতে হবে ধুবলাগারি। সুবিস্তৃত ঝাউ বনের সাথে বেশ মনোরম জায়গাটি (Sea Beach Vacation)। এখানে সেরকম কোনো হোটেল নেই রয়েছে বেশ কয়েকটি নেচার ক্যাম্প। থাকা খাওয়া মিলিয়ে যেখানে খরচ হতে পারে মাত্র ১৫০০টাকা।

সমস্ত খবরের সাথে আপডেট থাকতে গ্রুপ এ যোগ দিন

Facebook
Telegram
WhatsApp