টুইটারেও করা যাবে ভিডিও চ্যাট ও কল ।

Follow Us

প্রতীকী ছবি
Follow Us

মার্কিন ধনকুবের ইলন মাস্কের হাতে গিয়ে টুইটার হয়ে গেছে ‘এক্স’। সেখানে নতুন ফিচার যুক্ত হয়েছে। এবার সর্বশেষ সংযোজন আসছে আরও নতুন ফিচার। মেটাকে টেক্কা দিতে ‘এক্স’-এ আসছে অডিও-ভিডিও কলের সুবিধা। কেননা ‘এক্স’ এর মূল প্রতিদ্বন্দ্বী মেটার অধীনে থাকা একাধিক সামাজিক মাধ্যমেই অডিও-ভিডিও কলের ব্যবস্থা আগে থেকেই রয়েছে।

জানা গেছে, ব্যবহারকারীরা ব্যক্তিগত ফোন নম্বর প্রকাশ্যে না এনেই কথা বলতে পারবেন এতে। শিগগিরই ‘এক্স’-এ (পূর্বতন টুইটারে) এই ফিচার আসছে বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা।

এদিকে কয়েকদিন আগে এক্স জানায়, আইওএস বা অ্যান্ড্রয়েড সব ধরনের ফোনেই মিলবে নতুন অডিও-ভিডিও কলের সুবিধা। এছাড়াও ডেস্কটপ বা ম্যাকবুকের মতো গ্যাজেট থেকেও ব্যবহারকারীরা কল করতে পারবেন। ডিএম বা ডাইরেক্ট মেসেজ অপশন থেকেই এ কল করা যাবে।

 

এদিকে কল করলেও ব্যবহারকারীদের ফোন নম্বর কেউ জানতে পারবেন না। তবে গ্রুপ চ্যাট করা যাবে কিনা বা এই কল রেকর্ড করা যাবে কিনা এখনো জানা যায়নি। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্বের সব ব্যবহারকারীরাই এক্স থেকে কল করতে পারবেন।

এর আগে টুইটার কিনে নেওয়ার পর মাস্ক ঘোষণা দিয়েছিলেন, বড় রদবদল করা হবে এই এই প্ল্যাটফর্মটিতে। বিশাল কর্মী ছাঁটাই দিয়ে শুরু হয়েছিল মাস্কের সেই অভিযান। এরপর থেকেই নতুন নতুন ফিচার নিয়ে আসছে টুইটার। এমনকি এ প্ল্যাটফর্মটির নাম পর্যন্ত বদলে ফেলেছেন মাস্ক।

সমস্ত খবরের সাথে আপডেট থাকতে গ্রুপ এ যোগ দিন

Facebook
Telegram
WhatsApp