বলিউড অভিনেতা অমিতাভ-জয়া বচ্চনের সঙ্গে সন্ধ্যা আসরে মিলিত হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার রাখি পূর্ণিমার দিন সন্ধ্যায় অমিতাভের বাংলো ‘জলসা’য় মেগাস্টারের হাতে রাখি পরিয়ে দেন মমতা।
বিহারের পাটনা ও ব্যাঙ্গালুর পর বিজেপিবিরোধী জোট ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স’ (INDIA)-এর মহাবৈঠক হতে চলেছে মুম্বাইয়ে। ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর এই বৈঠকে অংশ নেবে প্রায় ২৭ টি বিজেপি বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।
তার আগে বুধবার সকালের দিকেই কলকাতা থেকে মুম্বাইয়ে পৌঁছে যান তৃণমূল নেত্রী। মুম্বাই বিমানবন্দরে তাকে স্বাগত জানান শিবসেনা নেতা আদিত্য ঠাকরে। সন্ধ্যায় ‘জলসা’য় পৌঁছান মমতা।
বচ্চন পরিবারের সাথে সুসম্পর্ক রয়েছে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে একাধিকবার মুখ্যমন্ত্রীর সঙ্গে একমঞ্চে উপস্থিত থেকেছেন অমিতাভ বচ্চন ও স্ত্রী জয়া বচ্চন। এমনকি ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও তৃণমূলের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন সমাজবাদী পার্টির রাজ্যসভার সংসদ সদস্য জয়া বচ্চন।
সেই সম্পর্কের খাতিরেই কয়েকদিন আগে মমতাকে আমন্ত্রণ জানিয়ে অমিতাভ ও জয়া বলে রেখেছিলেন মুম্বাইয়ে এলে তিনি যেন অবশ্যই ‘জলসা’য় আসেন। এদিন সন্ধ্যায় সেখানেই অমিতাভের পরিবারের সাথে মিলিত হন মমতা। মমতাকে কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরেন জয়া বচ্চন। বিগ বি’র হাতে রাখি পরিয়ে দেন মমতা। বচ্চন পরিবারের সদস্যদের সাথে ছবিও তোলেন মমতা। পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মমতার দল তৃণমূল কংগ্রেস। সেখানে অমিতাভ-জয়ার পাশাপাশি অভিষেক বচ্চন, ছেলের বউ ঐশ্বরিয়া রাই বচ্চন, নাতনি আরাধ্যা বচ্চন, মেয়ে শ্বেতা নন্দা বচ্চন ও মেয়ের ঘরের নাতনি নভ্যা নাভেলি নন্দাকে দেখা যায়।
পরে গণমাধ্যমের সামনে মমতা জানান, ‘আমি আজকে খুব খুশি। এর আগে বেশ কয়েকবার মুম্বাইতে এসেছি। কিন্তু এই প্রথমবার অমিতাভ বচ্চনের সাথে সাক্ষাৎ হলো। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই, আরাধ্যা, শ্বেতা সবার সাথে একসাথে সাক্ষাৎ হয়েছে। অমিতাভ বচ্চনের সাথে পুরনো দিনের অনেক কথা নিয়েই আলোচনা হয়েছে। তিনি কিভাবে কলকাতায় তার ক্যারিয়ার শুরু করেছিলেন সেটা নিয়েও আলোচনা হয়েছে। জয়া বচ্চন আমাদের ওখানে ‘ধন্যি মেয়ে’ নামে একটি বাংলা ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন। তার লিপে একটা গান খুব জনপ্রিয় হয়েছিল। আমি মনে করি তারা ভারতের এক নম্বর পরিবার।’
২০২২ সালের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সুর টেনে মমতা বলেন, ‘আমি ওকে ভারতরত্ন বলি, আমার হাতে যদি ক্ষমতা থাকতো, এক সেকেন্ডের মধ্যে অমিতাভ বচ্চনকে ‘ভারতরত্ন’ সম্মাননা তুলে দিতাম। অনেক আগেই এই সম্মাননা ওর পাওয়া উচিত ছিল। যদি তাকে এই সম্মাননা না দেওয়া হয় তবে আমি সাধারণ মানুষের তরফ থেকে আওয়াজ তুলব। আমি তাদের খুব শ্রদ্ধা করি। দেশের জন্য এই পরিবারের অনেক অবদান রয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, আমি অমিতাভ বচ্চনকে আজ রাখি পরিয়ে দিয়েছি, আজকের দিন খুব গুরুত্বপূর্ণ একটা দিন।’
আসন্ন দুর্গাপূজায় কলকাতায় যাওয়ার জন্য বচ্চনকে আমন্ত্রণ জানান মমতা। পাশাপাশি চলতি বছরের নভেম্বর থেকে যে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হওয়ার কথা রয়েছে তাতেও অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে রেখেছেন মমতা। অমিতজি না এলে আমাদের অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে যায়। ইতিমধ্যে শাহরুখ খান, সালমান খান, অনিল কাপুর ওই ফেস্টিভ্যালে অংশ নিতে সম্মতি জানিয়েছেন। আসলে কলকাতায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব খুব বড় করে হয়।’
বিরোধী জোট নিয়ে এদিন মুখ খোলেন মমতা। তিনি বলেন ‘বিরোধী জোটের প্রধানমন্ত্রীর মুখ কে হবে তা নিয়ে কোনো আলোচনা এখনো হয়নি। আসলে প্রধানমন্ত্রীর মুখ কে হবে তা আমাদের কাছে মূল লক্ষ্য নয়, আমাদের কাছে প্রধান বিষয় হচ্ছে ভারতকে রক্ষা করা। আগামীকাল বৃহস্পতিবার, শুক্রবার পর পর দু’দিন বৈঠক আছে, নৈশভোজ আছে। সেখানেই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে।