বাংলা সিরিয়ালের অভিনেত্রীদের মাসিক বেতন নাকি 3,00,000 টাকা! আদতে কে কত টাকা নেন জানেন?

সন্ধ্যে হলেই ঘরের মা, বোনেরা টিভি খুলে বসে পড়েন সিরিয়াল দেখতে। চলতে থাকে একের পর এক ধারাবাহিক। ধারাবাহিকের অভিনেত্রীরা প্রত্যেকেই বেশ জনপ্রিয়। ছোট পর্দায় অভিনয় করলেও বড়ো পর্দার অভিনেত্রীদের থেকে জনপ্রিয়তায় কোনো অংশে কম নন তাঁরা কেউই। তবে ধারাবািহিকে অভিনয় করলেও তাঁদের পারিশ্রমিক কিন্তু কম নয়। জনপ্রিয়তার মতোই মানানসই পারিশ্রমিকও পেয়ে থাকেন তাঁরা প্রত্যেকেই (Serial Gossip)। কোন অভিনেত্রী কত টাকা পারিশ্রমিক নেন জানেন?

অঙ্কিতা মল্লিক

বর্তমানে টিআরপি তালিকায় সর্বোচ্চ স্থানে থাকা জি বাংলার অন্যতম ধারাবাহিক হল জগদ্ধাত্রী। এই ধারাবাহিকে মূখ্য চরিত্র জগদ্ধাত্রীর ভূমিকায় অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। অভিনয় দক্ষতার দ্বারা তিনি প্রথম ধারাবাহিকেই দর্শকের মন জয় করেছেন তিনি। বর্তমানে তিনি সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী। এখন তিনি মাসে ২লক্ষ ৮৫হাজার টাকা পারিশ্রমিক পান তিনি।

অরুনিমা হালদার

স্টার জলসার আয় তবে সহচরী ধারাবাহিকে বরফির চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে রীতিমতো সারা ফেলে দিয়েছিলেন তিনি। বর্তমানে অবশ্য জি বাংলার মন দিতে চাই ধারাবাহিকে তিতিরের চরিত্রে দেখা যায় তাঁকে। এখানে অভিনয়ের জন্য তিনি মাসিক ১লক্ষ ২০হাজার টাকা পারিশ্রমিক পান।

শ্রুতি দাস

বর্তমানে বাংলা ধারাবাহিকের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শ্রুতি দাস। অভিনয় জীবনে পা দেন জি বাংলার ত্রিনয়নী ধারাবাহিকের মাধ্যমে। তবে এখন তিনি জি বাংলাযরই রাঙা বউ ধারাবাহিকে পাখির চরিত্রে অভিনেত্রী অভিনয় করছেন (Serial Gossip)। সেখানে থেকে তিনি ১লক্ষ ৩০হাজার টাকা পারিশ্রমিক পান।

পল্লবী শর্মা

এছাড়াও রয়েছেন পল্লবী শর্মা। প্রথম স্টার জলসার জনপ্রিয় কে আপন কে পর ধারাবাহিকে জবার চরিত্রে অভিনয় করেছেন তিনি। এখন অবশ্য জি বাংলার নিম ফুলের মধু ধারাবাহিকে পর্নার চরিত্রে অভিনয় করছেন। বর্তমানে তিনি ২ লক্ষ ২২ হাজার টাকা পারিশ্রমিক পান।

মানালী দে

স্টার জলসার বউ কথা কও ধারাবাহিকের মৌরি চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পা দেন তিনি। তারপর থেকে একাধিক ধারাবাহিক ও সিনেমাতেও অভিনয় করেছেন তিনি (Serial Gossip)। বর্তমানে জি বাংলার সবচেয়ে চর্চিত ধারাবাহিক কার কাছে কই মনের কথা ধারাবাহিকে অভিনয় করছেন। যে জন্য তিনি মাসিক ২লক্ষ ৭হাজার টাকা পারিশ্রমিক নেন।

Follow Us